।। নিজস্ব প্রতিবেদক,১৭ জুলাই ২০২৫।।
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওনা আব্দুস সালাম আজাদ, নায়েবি আমির ও জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আইনজীবী আবুল কালাম, জামায়াতে সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, পৌরশাখার আমির মাওলানা হারুনুর রশীদ প্রমুখ। অপরদিকে গোপালগঞ্জে হামলা দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা, এবং দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও স্লোগান সহ অংশগ্রহণে মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শহরের ট্রাফিকমোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আমিন উল্লাহ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোরশেদ প্রমুখ। সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওনা আব্দুস সালাম আজাদ বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেফতার না করায় পতিতরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধে আওয়ামী দোসর ও চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বান্দরবানে যু্বদল-জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ
Next Article আইনজীবী ফোরামের উদ্যোগে বান্দরবানে বৃক্ষ রোপন
Related Posts
Add A Comment
