।। নিজস্ব প্রতিবেদক,১৯ জুন ২০২৫।।
বান্দরবানে চেক জালিয়াতির মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো.শহীদুর রহমান সোহেল এর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও সমপরিমাণ টাকা ফেরতের অর্থদণ্ড দিয়েছেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরু মিয়া মিঞা এ আদেশ দেন। আগামী সপ্তাহে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হবে বলে জানাগেছে সংশ্লিষ্ট সূত্রে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী অরুণ বিকাশ তলুকদার বলেন, গতমাসের ছাব্বিশ মে (২৬ মে) ৩ মাসের কারাদণ্ড এবং ২ লাখ ১৮ হাজার টাকা ফেরতের অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামী হলেন- মো. শহিদুর রহমান সোহেল, চেয়ারম্যান পাড়ার বাসিন্দার মো. মোস্তাফিজুর রহমানের পুত্র।
আইনজীবী ও মামলার এজাহারের তথ্যমতে, ব্যবসার কথা বান্দরবান পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দার মো. মোস্তাফিজুর রহমানের পুত্র দণ্ডপ্রাপ্ত মো. শহিদুর রহমান সোহেল অভিযোগকারী মো. হারুনুর রশিদের কাছ থেকে ২ লাখ ১৮ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেয়ায় ২০২৪ সালের ১০ জানুয়ারি পৌরসভা মার্কেট ভবনে এক নালিশি বৈঠকে দণ্ডপ্রাপ্ত আসামী অভিযোগকারীকে ইউসিবি ব্যাংকের একটি চেক দেন। কিন্তু অভিযোগকারী তিন দফায় ইসলামী ব্যাংকে চেকটি জমা দেওয়া হলে প্রতিবারই তা প্রত্যাখ্যাত হয়, কারণ আসামির একাউন্টে পর্যাপ্ত অর্থ ছিলনা। ফলে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর অভিযোগকারী মো. হারুনুর রশিদ আদালতে চেক জালিয়াতি মামলা দায়ের করেন।
উক্ত মামলায় গতমাসের ছাব্বিশ মে (২৬ মে) ৩ মাসের কারাদণ্ড এবং ২ লাখ ১৮ হাজার টাকা ফেরত দিতে অর্থদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামী হলেন- মো. শহিদুর রহমান সোহেল, পিতা মো. মোস্তাফিজুর রহমান।
মামলার বাদী মোঃ হারুনুর রশীদ জানান সোহেলের সঙ্গে আমার ব্যাবসায়িক লেনদেন ছিলো, কয়েকবার সময় দিয়েও ঠিক সময়ে টাকা না দেয়ায় আমি গতফেব্রুয়ারী মাসে আদালতের শরণাপন্ন হয়েছি। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।
বাদীর আইনজীবী মোঃ খলিলুর রহমান বলেন, আসামী মোঃ শহিদুর রহমান সোহেল এর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় কোর্ট তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে। এরপরেও আসামী আদালতে হাজির না হওয়ায় আদালত অবমাননা করায়, আদালত তার বিরুদ্ধে ৩ মাসের সাজা পরোয়ানা জারি করেছে এবং চেকের সমপরিমাণ টাকা আদায়ের রায় দেন যুগ্ম ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নূরু মিঞা।
এদিকে বিষয়টি সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো.শহীদুর রহমান সোহেলের মোবাইল নাম্বার ও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেনি।
প্রসঙ্গত: গত১৩ জুন ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা সমন্বয় কমিটির উনত্রিশ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. শহীদুর রহমান সোহেল’কে প্রধান সমন্বয়কারী করা হয়।
চেক জালিয়াতি মামলায়: বান্দরবানে এনসিপি জেলা প্রধান সমন্বয়কারীর ৩ মাসের কারাদণ্ড
Related Posts
Add A Comment
