।। নিজস্ব প্রতিবেদক, ১৪ জুলাই ২০২৫।।
বান্দরবান জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর করা হয়েছে। আজ সোমবার দিবাগতরাতে আর্মি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা জানায়, বান্দরবান সদরের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আর্মি পাড়া এলাকায় শহীদ জিয়া অফিসের দরজা, টেবিল চেয়ার, অফিসের টেলিভিশন’সহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অফিসের সাইন বোর্ড, দলের শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তা’সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরেজমিনে গিয়ে দেখাগেছে, শহীদ জিয়া স্মৃতি সংসদের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাংচুর করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সেলিম রেজা ও সাবিকুর রহমান জুয়েল অভিযোগ করে বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য ঘটনাটি করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদের এই অফিসটি দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগের কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করছিল। অফিসটি দখলের জন্যই এই ঘটনাটি ঘটানো হয়েছে। গতকয়েক সাপ্তাহ ধরে এলাকায় আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা, কয়েকজন আওয়ামীলীগের ব্যাবসায়ী সংগঠিত হওয়ার অভিযোগ শোনা যায়। আওয়ামীলীগের দোসরদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার বলেন, বিএনপির অফিস ভাংচুরের ঘটনাটি দু:খজনক। আওয়ামীলীগের দুষ্কৃতকারীরা এই নোংরামির ঘটনাটি ঘটিয়েছে। আমরা জড়িতদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীকে দাবী জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, জিয়া স্মৃতি সংসদের অফিস ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবেম কোনো ছাড় দেওয়া হবেনা।
বান্দরবানে শহীদ জিয়া স্মৃতিসংসদ অফিস ভাংচুর
Previous Articleবান্দরবানে বিদ্যুৎ স্পর্শে ৩ জনের মৃত্যু
Related Posts
Add A Comment
