।। নিজস্ব প্রতিবেদক,১৭ জুলাই ২০২৫।।
বান্দরবানে দূরদূরান্ত থেকে আদালতে আসা বিচারপ্রার্থীদের ছায়া নিশ্চিতকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধণে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন জাতীয়তাবাদী আইনজীবী জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা আইনজীবী ফোরামের
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুহেনা মোস্তফা কামাল (রুমু), অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল, অ্যাডভোকেট উমেসিং মার্মা, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট রাজীব চন্দ্র ধর, অ্যাডভোকেট মো. সোয়াইবুল ইসলাম, অ্যাডভোকেট মেনুসাং মারমা, অ্যাডভোকেট এস. এম. আজিজুল হাকিম, অ্যাডভোকেট মো. আলী জওহার প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী আইনজীবী জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বলেন, জাতীয়তাবাদী আইনজীবীরা শুধু আইনজীবীদের কল্যাণে নয়, বরং আদালতে আগত সাধারণ বিচারপ্রার্থীদের সেবায়ও নানাবিধ মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে। আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হলো পরিবেশ রক্ষা এবং দূরদূরান্ত থেকে বিচারপ্রার্থীদের ছায়া দিবে গাছগুলো।
আইনজীবী ফোরামের উদ্যোগে বান্দরবানে বৃক্ষ রোপন
Related Posts
Add A Comment
