।। আলীকদম প্রতিবেদক,১২ জুন ২০২৫।।
বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করেছে আলীকদম থানা পুলিশ। লাশটি পর্যটক শেখ জুবাইরুল ইসলামের। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাজার পাড়ার কানাইমাঝির ঘাট এলাকা থেকে নদীতে পানিতে ভাসমান একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা গ্রাম থেকে বেড়াতে আসা পর্যটকের। নিহতের নাম শেখ জুবাইরুল ইসলামের। পিতার নাম শেখ হিদায়েতুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ কামরুন্নাহার। তার আইডি নম্বর ২৮৫৪২৭১০৪১। তার ঠিকানা: ধলইতলা পাচুড়িয়া, ডাকঘর: হাট পাচুড়িয়া, পোস্ট কোড: ৭৫১০, উপজেলা: লোহাগড়া, জেলা: নড়াইল।
কয়েকদিন আগে ২০ জনের একটি পর্যটক টিমের সঙ্গে দুজন গাইডের মাধ্যমে তৈনখালের আগায় কিস্টোল পাহাড়ের চূড়ার দিকে ভ্রমণে গিয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, ফরেস্ট ঘাট এলাকা থেকে বেওয়ারিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পরিচয় সনাক্ত করে দেখাগেছে লাশটি পর্যটক শেখ জুবাইরুল ইসলামের। তার বাড়ী নড়াইল। একটি গ্রুপের সঙ্গে কয়েকদিন আগে তৈনখালের আগায় ভ্রমণে গিয়েছিলেন। গ্রুপের অন্যদের এখনো খোঁজ পাওয়া যায়নি। দূর্গম নেটওয়ার্ক ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় তাদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।
Previous Articleবিজিবি অভিযানে আলীকদমে অপহৃত গরু ব্যবসায়ী ৮ দিন পর উদ্ধার
Next Article আলীকদমে নদীতে ভাসমান পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ ২
Related Posts
Add A Comment
