।। আলীকদম প্রতিবেদক,১৪ অক্টোবর ২০২৫।।
বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। এসময় বিস্ফোরণে মেনথ্যাং (৪০) নামে মিয়ানমারের নতুনপাড়া এক বাসিন্দারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের শূন্যরেখায় জুমক্ষেতে কাজ দেখতে গিয়ে মিয়ানমারের নাগরিক মেনথাং ম্রো ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের মেনথ্যাং (৪০)। সে মিয়ানমারের নতুনপাড়া এক বাসিন্দার।
এসময়ে বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছে। আহতের নাম মেনসার ম্রো (৩০)। সে কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়া এলাকার শাংওয়ান ম্রোর ছেলে। আহত মেনসার ম্রোকে স্থানীয়রা উদ্ধার করে গ্রামে নিয়ে আসে এবং পরবর্তীতে পাঠানো হয়।
কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি ঘটনাটি শুনেছেন। একজন মিয়ানমার ও একজন বাংলাদেশি নাগরিক জুমে যাওয়ার সময় জঙ্গলের রাস্তায় মাইন বিস্ফোরণ হতাহতের ঘটনাটি ঘটেছে। এতে মিয়ানমার নাগরিক ঘটনাস্থলেই মারা যান এবং বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাজতাব উদ্দিন জানান, সীমান্ত পিলার ৫৫ নম্বর থেকে পশ্চিম দিকে মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটেছে। এটি রামু ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পড়েছে। মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরনে মায়ানমার নাগরিক নিহত এবং বাংলাদেশী নাগরিক আহত হয়েছে।
আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত, মিয়ানমার নাগরিক নিহত
Previous Articleওজন কমাতে গ্রিন টি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে?
Next Article বান্দরবানে হিল ম্যারাথন প্রতিযোগিতা
Related Posts
Add A Comment
