।। নিজস্ব প্রতিবেদক, ১৯ ডিসেম্বর ২০২৫।।
ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বান্দরবানে গভীররাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। এসময় বিক্ষুদ্ধরা রাজারমাঠ এলাকায় ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসভবনে অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বার) মধ্যেরাতে সোয়ে একটাই এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় বান্দরবান শহরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গভীররাতে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজার হয়ে মধ্যমপাড়া হয়ে রাজারমাঠ এলাকা দিয়ে যাবার সময়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসভবনে অগ্নিসংযোগ করে। এসময় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা হাদির মৃত্যুর জন্য দায়ী করে বীর বাহাদুরকে গ্রেফতারের স্লোগান দেয়।
পরে তারা বাজারের ট্রাফিকমোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এদিকে অগ্নিসংযোগের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাবেক মন্ত্রীর বাসভবন অধিকাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন বলেন, আগুনের খবর পেয়েই গভীররাতে একটি ইউনিট গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপ করা যায়নি এখনো।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, গভীররাতের ঘটনাটি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বান্দরবানে গভীররাতে মিছিল, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসায় অগ্নিসংযোগ
Previous Articleসেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে শীতবস্ত্র বিতরণ
Related Posts
Add A Comment