।। প্রতিবেদক, ১৬ ফ্রেবুয়ারী ২০২৫।।
গণতন্ত্রের বিকল্প কোনো রূপ নেই, একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বিগত পনেরটি বছর আমরা ভয়ঙ্কর সময় পার করেছি। একটা পাথর আমাদের বুকে ছিল। সেই পাথর আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ফুটবল-ক্রিকেটসহ ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিয়েছে।িআজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মন্তব্য করেছেন।
মির্জা ফখরুল আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গতবছর ছাত্র-জনতার হাত ধরে ভূমিকম্প হয়ে গেল। তাদের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সবক্ষেত্রেই একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আর এটিকে আমাদের নতুন করে সাজাতে হবে।
এসময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলেয়াড় ও দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে স্থানীয় শিল্পীদের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি জেলা পর্যায়ক্রমে প্রতিযোগিতা করবে।
Previous Articleঅস্ত্রের মুখে বান্দরবানের লামায় ২৫ জন রাবার শ্রমিক আপহরণ
Next Article আগামী ২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা
Related Posts
Add A Comment
