।। নিজস্ব প্রতিবেদক, ২ জুন ২০২৫।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযানে চোরাকারবারী চক্রের হামলায় ৩ বিজিবি সদস্য’সহ চারজন আহত হয়েছেন। শনিবাররাতে (১ জুন) নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দক্ষিণ সালামী পাড়া এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত পথে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ৩৭টি বার্মিজ গরু জব্দ করে।
এসময় সংঘবদ্ধ চোরাকারবারি দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায় এবং গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা লাঠিচার্জ ও এক রাউন্ড ফাঁকা গুলি ছূড়ে। এসময় বিজিবির লাঠি চার্জে
আকতার হোসেন নামে এক চোরাকারবারি চক্রের এক সদস্যও আহত হয়। তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তবে আহত বিজিবি সদস্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম এম কফিল উদ্দিন কায়েস জানান, “সীমান্তে গরু চোরাচালান রোধে আমাদের নিয়মিত অভিযান চলছে। শনিবার রাতে সংঘবদ্ধ একদল চোরাকারবারি টহল দলের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। হামলায় আমাদের তিনজন সদস্য আহত হয়েছেন।”
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ‘বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪’–এর ২৫(বি)/২৫(ডি) ধারায় মামলা দায়ের করেছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, চোরাকারবারি চক্র বিজিবির ওপরে হামলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ের করা মামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে জড়িত থাকার সন্দেহে একজন’কে গ্রেপ্তার করা হয়েছে।
চোরাকারবারীদের হামলায় নাইক্ষ্যংছড়িতে বিজিবি ৩ সদস্য আহত
Previous Articleবৈরী আবহাওয়া: লামায় পর্যটন রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা
Related Posts
Add A Comment
