।। নাইক্ষ্যংছড়ি প্রতিবেদক,১৭ জুন ২০২৫।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে পাহাড়ী ছড়ার পানিতে ভেসে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের নাম হাফেজ মেহরাব হোসাইন (১৮)। আজ মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ফাত্রাঝিরি ঝর্ণায় বেড়াতে যান ১৮ জন কিশোর যুবকের একটি গ্রুপ। বন্ধুদের সঙ্গে ঝর্ণা দেখে ফেরার পথে পাহাড়ী ছড়া পেরুনোর সময়ে হঠাৎ বৈরি আবহাওয়ায় পাহাড়ি ঢল নেমে আসে এবং ছড়ার পানির স্রোত দ্রুত বেড়ে যায়। এসময় হাতে থাকা বাঁশের ডাল ভেঙে গেলে মেহরাব পানিতে পড়ে স্রোতে ভেসে গিয়ে নিখোজ হন। আশপাশের খোজাখুজির পরও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ যুবক হাফেজ মেহরাব হোসাইন (১৮) বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায়। তার পিতার নাম মনজুর আলম। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তবর্তী উখিয়া এলাকার এক যুবক ফাত্রাঝিরি ঝর্ণা দেখে ফেরার পথে পানির স্রোতে ভেসে যান। এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
Related Posts
Add A Comment
