।। নিজস্ব প্রতিবেদক,২৪ ডিসেম্বর ২০২৫।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে বান্দরবান বিএনপির উদ্যোগে শুভেচ্ছা মিছিল করা হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা ষ্টেডিয়াম থেকে বিএনপির পৌরশাখা কমিটির উদ্যোগে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপিসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, সদস্য চনুমং, এডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করতে হবে। দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায় সূচিত করেছে। তার নেতৃত্বে বিএনপি নতুন করে সংগঠিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা। বক্তারা আরো বলেন, পাহাড়ি জনপদের মানুষের সুখ-দুঃখে জাবেদ রেজা সবসময় পাশে থেকেছেন এবং তিনি দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এসময় বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বান্দরবানে বিএনপির শুভেচ্ছা মিছিল
Related Posts
Add A Comment
