।। নিজস্ব প্রতিবেদক,১৪ ডিসেম্বর ২০২৫।।
বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে তোলা ইটভাটা চালু রাখায় ফ্যাসিস্ট আওয়ামীগের সহযোগী সংগঠন যুবলীগনেতা আনিছুর রহমান সুজনের মালিকানাধীন ক্ষতিকারক ড্রাম চিমনির মেসার্স এস বিএম ব্রিকস ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফ্যাসিস্ট সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ফাউন্ডেশনের দাতা আনিছুর রহমান সুজন পলাতক থাকায় ম্যানেজারকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকালে খানচি উপজেলার হেডম্যান পাড়াস্থ ইটভাটায় অভিযানের নেতৃত্ব দেন থানচি উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এসময় আইনশৃংখলা বাহিনী, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসকর্মীরা অভিযানে অংশ নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই হেডম্যান পাড়াস্থ একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সাবেক পলাতক আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান সুজন প্রভাব বিস্তার করে দেশের বাইরে থেকে স্বজনদের মাধ্যমে ইটভাটাটি পরিচালনা করছে। এতে হেডম্যান পাড়ার লোকজন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার ব্যবহৃত প্রবহমান ঝিরির পানি নস্ট ও স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পরিবেশ ও গাছপালার উপরও মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে। ভবিষ্যতে কেউ অবৈধ ভাবে ইটভাটা স্থাপন বা পরিচালনা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানচিতে যুবলীগনেতা সুজনের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা
Previous Articleজাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
Related Posts
Add A Comment
