।। নিজস্ব প্রতিবেদক,২৭ অক্টোবর ২০২৫।।
রাঙামাটির কাপ্তাইয়ে প্রতিবন্ধী নারী ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরী’কে স্বজাতিকর্তৃক ধর্ষণকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে বান্দরবান আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান, বান্দরবান জেলা সভাপতি মো. আবুল কালাম৷ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল, সম্পাদক হাবিব আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক উসকানি ও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ কোনো ভাবেই বরদাস্ত করা হবেনা। ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিরা যে ধর্ম বা জাতির হোক তাদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ।
ধর্ষণকারীদের গ্রেফতারের দাবীতে বান্দরবানে পার্বত্য ছাত্র পরিষদের মানববন্ধন
Previous Articleথানচি বলিপাড়া বাজারে ফের আগুনে পুড়লো ১১টি দোকান
Next Article বান্দরবানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Related Posts
Add A Comment
