।। নিজস্ব প্রতিবেদক,২১ জুন ২০২৫।।
বিজিবি অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা’সহ এক রোহিঙ্গা’কে আটক করা হয়েছে।
আজ শনিবার (২১ জুন) ভোরে ঘুমধুম সীমান্ত থেকে আটক করা হয়।
বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল।
অভিযানে মো. শহিদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। এসময় তার কাছ থেকে তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করেছে। এদিকে সীমান্তপথে মিয়ানমার থেকে মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে রোহিঙ্গা’সহ সংঘবদ্ধ একটি চক্র। সীমান্ত পথে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানান, আটকৃত মাদক কারবারীর বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবি অভিযান অব্যাহত রয়েছে।
নাইক্ষ্যংছড়িতে ইয়াবা’সহ রোহিঙ্গা আটক
Previous Articleসেনাবাহিনীর অভিযানে বান্দরবানে অস্ত্রশস্ত্র’হ আটক ৯
Next Article বান্দরবানে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
Related Posts
Add A Comment
