।। নাইক্ষ্যংছড়ি প্রতিবেদক,২৪ জুন ২০২৫।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যাক্ত অবস্থায় ৩টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রগুলো বাইশারী-ঈদগড়, ঈদগাহ’সহ আশপাশের এলাকাগুলোর আতঙ্ক আলোচিত ডাকাত শাহীন গ্রুপের বলে দাবী করেছে সংশ্লিষ্টরা। আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে লেমুছড়ি পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি ইউনিয়নের কুরখং এলাকার পাহাড়ের ঢালু থেকে সাদা প্লাস্টিক মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়া গেছে। অস্ত্রগুলো হলো- ৩টি দেশীয় এলজি রাইফেল। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয়দের মতে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এবং রামু উপজেলার ঈদগড়, ঈদগাহ’সহ আশপাশের এলাকাগুলোতে সন্ত্রাসের রাজত্ব গড়ে তোলেছিল সশস্ত্র ডাকাত আলোচিত শাহিন। যৌথ বাহিনীর অভিযানে ডাকাত শাহীন গ্রেপ্তারের পর ডাকাত শাহীনের গ্রুপের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র জঙ্গলে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। বর্তমানে এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জিনিয়া চাকমা জানান, উদ্ধার করা ৩টি অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নাইক্ষ্যংছড়িতে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
Next Article চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে ইউপিডিএফের ৬ সদস্য আটক
Related Posts
Add A Comment
