।। নাইক্ষ্যংছড়ি প্রতিবেদক,১২ অক্টোবর ২০২৫।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছে। আহত বিজিবি সদস্য হলো নায়েক মো. আকতার হোসেন (৩৪)। তিনি রামু বিজিবি ৩০ ব্যাটেলিয়ানে কর্মরত ছিলো। আজ রোববার (১২ অক্টোবর) সকালে এগারোটায় সীমান্তের পেয়ারা বনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি প্রতিনিধি দল সীমান্তের পেয়ারা বুনিয়া এলাকায় কাঁটাতার বেড়া সংলগ্ন একটি অস্থায়ী টিওবির জায়গা পরিদর্শনে যান। সেখানে হঠাৎ স্থলমাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নায়েক আকতার হোসেনের দুটি পা ক্ষতিগ্রস্ত হয়। তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার বিজিবি হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তজুড়ে মিয়ানমারে চলমান সংঘাত, আরাকান আর্মীর নিয়ন্ত্রণে সীমান্তের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা ল্যান্ডমাইন ফাঁদের কারণে সীমান্তবাসীদের জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি সদস্য আহতের বিষয়টি আমি শোনেছি। এটি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত
Related Posts
Add A Comment
