।। সিজস্ব প্রতিবেদক,১১ নভেম্বর ২০২৫।।
দেশে জনপ্রিয় পর্যটন জেলাগুলোর মধ্যে বান্দরবান অন্যতম। দেশি-বিদেশি পর্যটকে মুখরিত জেলা শহরটি গোটায় অগোছালো। যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য, গণপরিবহনগুলো নিয়ম শৃঙ্খলা না মানায় শহরটির সৌন্দর্য হারাতে বসেছে। ভ্রমণকারী দেশি-বিদেশি পর্যটকদের কাছে ভাবমূর্তি হারাচ্ছে। দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে জনসাধারণ। পর্যটন শহরটি পরিচ্ছন্ন পরিপাটি যানজট-দখল মুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা আইন মেনে চলে সহযোগিতা করুন, পুলিশকে উৎকোচ দিয়ে খুশী করার প্রয়োজন নেই। পুলিশের কোনো সদস্য সুবিধা চাইলে তথ্য দিন, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয় সম্মেলনকক্ষে ব্যবসায়ী-পরিবহন শ্রমিক-মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত পুলিশ মো: ফরহাদ সর্দার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মান্না দে, অতিরিক্ত পুলিশ ক্রাইম জিনিয়া চাকমা, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাঙ্গু ট্রাভেলস পরিবহনের সাধারণ সম্পাদক আলাউদ্দীন শাহরিয়ার, ট্রাক মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবুল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সালেহ, জীপ-মাইক্রো-সিএনজি শ্রমিক সমিতির সভাপতি জহির উদ্দিন মাসুম, অটোরিকশা টমটম মালিক সমিতির প্রতিনিধি বশির আহমেদ, জীপ মাইক্রো শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার আরও বলেন, সরকারের শুল্ক সুবিধা গ্রহণ করে আমদানি করা এ্যাম্বুলেন্স নাম্বারের এক্সনুহা গাড়িগুলো অবৈধভাবে যাত্রী পরিবহন বন্ধ করতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে এ্যাম্বুলেন্স নাম্বারের
গাড়ীগুলো কাগজপত্র পরিবর্তন করে যাত্রী পরিবহনের অনুমতি না নিলে বান্দরবান চলতে দেয়া হবেনা। জনগণের ভোগান্তি লাঘবে ভ্যান গাড়ীতে করে রাস্তা দখল করে অবৈধ ব্যবসা বাণিজ্য চলতে দেয়া হবেনা। জনসাধারণের ভোগান্তি ও যানজট কমাতে বাজারের ভিতরে মালবাহী ট্রাক রাত আটটার পর থেকে সকাল ৯টা পর্যন্ত প্রবেশ করতে পারবে।
নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলেই আইনগত পদক্ষেপ নেয়া হবে।
নিরাপদ-যানজট নিরসন বিষয়ক সভায় পুলিশ সুপার: আইন মেনে চলে সহযোগীতা করুন, পুলিশকে খুশী করার প্রয়োজন নেই
Previous Articleশীতে প্রতিদিন কি খেজুর গুড় খাওয়া ভালো?
Related Posts
Add A Comment
