….অনাদি রঞ্জন বড়ুয়া
চোখের সুধায় হেরেই গেলাম
চাইনি আমি হারতে,
নিশির গায়ে আঁধার ভেঙ্গে
চাইছি আলো দেখতে।।
আকাশ ভরা স্বপ্ন সবার
ডানা মেলে ওড়া,
ক্ষীণ সুতোয় নাটাই ধরতে
চলছে তাড়াহুড়া।
হুইসেল বাজলেই শেষ বিকেলে
দেরী হবে ফিরতে।।
পথ হারা সেই পথিক জনা
পথ হারালেই বুঝে,
সোনার খাঁচায় বন্দি পাখি
পায়না তারে খুঁজে।
দুঃখ বাড়ে মনে রাখলে
চাইনা তারে খুঁজতে।।