।। নিজস্ব প্রতিবেদক,২৭ ডিসেম্বর ২০২৫।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট’সহ ৩ জন’কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সোয়ে এগারোটায় বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বার) গভীররাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে সীমান্তবর্তী ওয়াচ্ছাখালী সাকিনে জনৈক নূরুল ইসলামের দোকানের সামনে থেকে জাল টাকা হাতবদলের সময়ে পুলিশের অভিযানে ৩ জন’কে গ্রেফতার করেছে। এসময়ে পাচারকারী চক্রের কাছ থেকে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে।
এসময় গ্রেফতারকৃতরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১ ইস্ট, ব্লকের বাসিন্দার হাবিব উল্লাহ (১৯), আলী জোহার (২৮) এবং কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দার মোঃ আবুল হাশেম (৩২)। এদের বিরুদ্ধে প্রথম দুজন রোহিঙ্গা সহোদর দুভাই।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, জাল নোট’সহ ৩ জন’কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এদের বিরুদ্ধে দুজন রোহিঙ্গা সহোদর ভাই। অন্যজন সিএনজি চালক। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এজাহারভূক্ত লোকমান হাকিম কালা পুতু (৩৪)। সে লেমুতলী দৌছড়ি ইউনিয়নের বাসিন্দার। মামলাটি তদন্ত পূর্বক জাল টাকা টাকা কোথায় ছাপানো হচ্ছে দেশের ভিতরে নাকি বিদেশে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের অভিযানে বান্দরবানে জাল টাকা’সহ ৩ জন গ্রেফতার
Previous Articleবান্দরবানে মৃদু ভুমিকম্প
Related Posts
Add A Comment
