।। নিজস্ব প্রতিবেদক,১১ জানুয়ারি ২০২৬।।
বান্দরবানের লামা উপজেলায় চুরি হওয়া দুটি চোরাই গরু’সহ ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবাররাতে (১০ জানুয়ারি) লামা থানা ও চট্টগ্রামের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গরু চোরদের গ্রেফতার করে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকার একটি খামার থেকে থংপং ম্রো (২৪) নামের এক ব্যক্তির একটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়। এ ঘটনায় লামা থানায় মামলা দায়ের হয়। গ্রেফতারকৃতরা হলেন- গ্রেফতারকৃতরা হলেন-
আব্দুল করিম (২৫), মোহাম্মদ কামরুজ্জামান (২৫), মোঃ আবদুল করিম (২৩) এবং মোবারেক আলী (৪৯)।
গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তীর ভিত্তিতে চোরাই যাওয়া ২টি গরু এবং গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সর্দার, মুহাম্মদ শাহজাহান কামাল জানান, লামা থানা পুলিশের এই সফল অভিযান এলাকায় চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংঘবদ্ধ চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের অভিযানে লামায় চোরাই গরু’সহ ৪ চোর গ্রেফতার
Previous Articleবান্দরবানে জেএসএস-মগবাহিনীর গোলাগুলি, ২ জন গুলিবিদ্ধ
Related Posts
Add A Comment
