।। নিজস্ব প্রতিবেদক,১৬ জুলাই ২০২৫।।
বান্দরবান পৌরসভায় গ্রামীণ অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় পৌর এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে। আজ
বুধবার (১৬ জুলাই) সকালে পৌরসভার উদ্যোগে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় কনফারেন্স রুমে প্রধান অতিথি বান্দরবান পৌরসভার প্রশাসক এসএম, মনজুরুল হক শিক্ষার্থীদের মাঝে এ ছাতা বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো নুরুল আমিন চৌধুরী’সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পৌরসভার প্রশাসক এসএম, মনজুরুল হক বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে পড়ালেখা করার পাশাপাশি মানসম্মত শিক্ষা গ্রহণ এবং সুশিক্ষায় শিক্ষিত হবার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। জীবনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সহযোগিতায় পৌরসভার পক্ষ থেকে আগামীতে বিভিন্ন সহায়তা করার আশ্বাস প্রদান দেন তিনি।
আয়োজকেরা জানায়, পৌরসভা গ্রামীণ অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বান্দরবান পৌর এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী হিসেবে ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১ হাজার ছাতা বিতরণ করা হবে, আর এর আগে পৌর এলাকার ১০টি বিদ্যালয়ে সুপেয় পানির জন্য বিদ্যালয় প্রাঙ্গণে ১০টি পানির ফিল্টার স্থাপন করেছে বান্দরবান পৌরসভা।
পৌরসভার উদ্যোগে বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ
Previous Articleদুই দিনে ৪৮৪ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
Next Article বান্দরবানে জুলাই শহীদ দিবস পালন
Related Posts
Add A Comment
