।। নিজস্ব প্রতিবেদক, ২০ সেপ্টেম্বর ২০২৫।।
বান্দরবানের রোয়াংছড়িতে চাঞ্চল্যকর অমন্ত সেন তঞ্চঙ্গ্যা হত্যা মামলায় হত্যাকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম রাজন্ত তঞ্চঙ্গা (২৩)। তারবাড়ি রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিরি পূর্নবাসন পাড়ায়। আজ
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত১৪ সেপ্টেম্বর রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের নাটিং ঝিড়ি এলাকার ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) সারাদিন যাত্রী পরিবহন শেষে রাতে ইজিবাইকটি রোয়াংছড়ি বাসস্টেশনে রেখে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। নিখোঁজের দুদিন পর গত ১৬সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবান জেলা সদরের ক্যাছিংঘাটা এলাকায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অমন্ত সেন তঞ্চঙ্গ্যার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে ঘটনার পর পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের রহস্য উদঘাটনে এবং ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতারে অভিযানে নামে।
পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার জানান, ইজিবাইক চালকের কাছ থেকে পয়ত্রিশ হাজার টাকা পেত হত্যাকারী। পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডায় অটোরিকশা চালককে বাঁশ কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে গ্রেফতারকৃত রাজন্ত তঞ্চঙ্গা। হত্যার পর ধামাচাপা দিতে লাশটি খালের পানিতে ফেলে দেন। স্রোতে লাশটি ভেসে পাহাড়ি ছড়া হয়ে সাঙ্গু নদীতে ভেসে যায়৷
বান্দরবানে চাঞ্চল্যকর হত্যার আসামী গ্রেফতার
Previous Articleবৃষ্টি
Related Posts
Add A Comment