।। নিজস্ব প্রতিবেদক,৬ আগস্ট ২০২৫।।
বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালী শেষে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদ দল (বিএনপি) জেলা কমিটির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো: জাবেদ রেজা বলেন, বান্দরবানবাসীর জন্য নতুন আরেকটি সুখবর এসেছে। বিগত পয়ত্রিশটি বছর ধরে সম্প্রীতির বান্দরবানের রুপকার দাবী করে রাজত্ব কায়েম করেছিল আওয়ামীলীগের স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অত্যন্ত লজ্জার বিষয় তার বিরুদ্ধে প্রায় সাড়ে এগারো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তিনি আরও বলেন, বীর বাহাদুরের কু-নজরে পড়েনি এমন কোনো নেতা বান্দরবানে নেই, তার রাজ স্বাক্ষী আমি নিজেই। পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতি করে দূর্ণীতিবাজ ব্যক্তিদের মেয়র পদে বসিয়েছে। এই মঞ্চের পিছনে দাড়িয়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ীদের ঐতিহ্যবাহী রাজপরিবার নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিয়েছেন। জবাই করে দেয়া ঐতিহ্য আমাদের ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, বীর বাহাদুর একটা সময়ে রাজপরিবারের ড্রয়িং রুমের কর্মচারীর মতই ছিলেন, ১৯৯১ সালে রাজপরিবারের দয়ায় ক্ষমতায় বসে প্রথমেই পাহাড়িদের ঐতিহ্যবাহী রাজপূন্যাহ উৎসব কৌশলে বন্ধ করে দেন। বীর বাহাদুর একজন ধোঁকা বাজ, ১৯৯১ সালে ব্যানারে দেখেছি নামছিল বীর বাহাদুর’কে নৌকায় ভোট দিন। কিন্তু ১৯৯৬ সালে পাহাড়িদের মধ্যে শুভবুদ্ধির উদয় হলো, যখন জানতে পারলো, বীর বাহাদুর পাহাড়ি জনগোষ্ঠীর কেউ নন, তখন পাহাড়িরা মুখ ফিরিয়ে নিলো। তখন তিনি ক্ষমতায় বসে শিক্ষা বোর্ডকে কাজে লাগিয়ে বীর বাহাদুর পরবর্তীতে নামের পাশে উশৈসিং লাগিয়ে নিজেকে মারমা সম্প্রদায়ের নেতা দাবী করেছিল। আজ তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দূর্ণীতির কথা শোনতে পাচ্ছি। আমরা প্রশাসন আইনশৃংখলা বাহিনীকে অবিলম্বে বীর বাহাদুর’কে গ্রেফতারের দাবী জানাচ্ছি। শুধু বীর বাহাদুর’কে গ্রেফতার করলে হবেনা, উনার দোসর যারা বিগত সতেরটি বছর অনিযম দূর্ণীতি লোটপাট করেছে তাদেরও গ্রেফতার করতে হবে।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, যুগ্ন আহবায়ক অধ্যাপক মো: ওসমাস গনি, আব্দুল মাবুদ, লুসাই মং, মুজিবুর রশীদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস, আবিদুর রহমান প্রমুখ।
বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি সমাবেশে জেলা বিএনপি সদস্য সচিব জাবেদ রেজা: বীর বাহাদুর রাজা অংশৈপ্রু চৌধুরীর ড্রয়িং রুমের কর্মচারীর মত ছিলেন
Next Article রুমায় জুমচাষীর লাশ উদ্ধার
Related Posts
Add A Comment