।। নিজস্ব প্রতিবেদক,১০ জানুয়ারি ২০২৫।।
বান্দরবানে রাজবিলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) এবং মগ ন্যাসশাল পার্টি (এমএনপি) সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে মগ বাহিনীর (এমএনপি) সদস্য বাসিংমং মারমা’সহ দুই পক্ষের দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) গোলাগুলির ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, রাজবিলা ইউনিয়নের থংঝমা পাড়া এলাকায় জেএসএস এর সাবেক সভাপতি নিসাঅং মারমা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে মগ বাহিনীর (এমএনপি) সদস্য বাসিংমং মারমাসহ কয়েকজন সশস্ত্র অবস্থায় তার বাড়িতে হামলা চালায়। হামলার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। হামলার সময় নিসাঅং মারমা আত্মরক্ষার চেষ্টা করেন এবং ঘর থেকে পালিয়ে যাওয়ার সময় পিছন থেকে তাকে গুলিবর্ষণ করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অপরদিকে, গোলাগুলির একপর্যায়ে মগ বাহিনীর এলোপাতাড়ি গুলিতে নিজেদের দলের বাসিংমং মারমা এক সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত দু’জনকে উদ্ধার করে রাজবিলা এলাকায় কোয়ান্টাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু’জনেই অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে সংশ্লিষ্ট মগ ন্যাশনাল পার্টি ( এমএনপি) পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা সময় পর্যন্ত মগপার্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা জানান, শুক্রবার ভোরে স্থানীয় সাবেক জেএসএস নেতা নিসাঅং মারমাকে মারার উদ্দেশ্যে তার বাড়ীতে তাকে গুলি করে মগ ন্যাশনাল পার্টি (এমএনপি)”র সদস্যরা। তিনি বাড়ী থেকে পালিয়ে যাওয়ার সময় এমএনপি কর্মীদের সাথে ধস্তাধস্তি করার সময় নিজেদের গুলিতে একজন এমএনপি সদস্য আহত হয়েছেন শুনেছেন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির একজন নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষনেতা জানান, নিংসা অং মারমা তাদের রাজবিলা ইউনিয়ন কমিটির সাবেক কর্মী, তিনি পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারনে প্রায় ১০বছর যাবৎ নিষ্ক্রিয় অবস্থায় সাধারণ জীবনযাপন করছেন। গত শুক্রবার ভোরে মগ বাহিনী তাকে মেরে ফেলার জন্য বাড়ীতে তাকে গুলি করে গুরুতর আহত করেছে শুনেছেন বলে জানান তিনি।
রাজবিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, শুক্রবার সকালে রাজবিলা ইউনিয়নের থংঝমা পাড়ায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, গোলাগুলির ঘটনা শুনেছি। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বান্দরবানে জেএসএস-মগবাহিনীর গোলাগুলি, ২ জন গুলিবিদ্ধ
Previous Articleবিজিবি অভিযানে নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের ২ নাগরিক আটক
Next Article পুলিশের অভিযানে লামায় চোরাই গরু’সহ ৪ চোর গ্রেফতার
Related Posts
Add A Comment
