।। নিজস্ব প্রতিবেদক,২১ আগস্ট ২০২৫।।
বান্দরবানের কালাঘাটায় পাহাড় কাটার অভিযোগে এক জন’কে আটক করা হয়েছে। ঐ ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জেলা শহরের বড়ুয়ারটেক এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, বান্দরবান সদরের কালাঘাটা বড়ুয়াটেক এলাকায় বীর বাহাদুর নগরে পাহাড় কাটা রোধে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অভিযানে পাহাড় কাটার অভিযোগে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। সে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা দানেশপাড়ার নূরুল ইসলামের ছেলে। এসময় মাটিভর্তি একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, গতবছরও পাহাড় কাটার ঘটনাস্থলে কয়েকটি বসতঘর ছিল, কিন্তু বর্তমানে পাহাড় কেটে অর্ধশতাধিক নতুন বসতঘর গড়ে উঠেছে। পাহাড় কেটে এসব বসতঘর গড়ে তোলা হয়েছে, বসতিগুলো অধিকাংশই পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কাটায় ব্যবহৃত ডাম্পার ট্রাক জব্দ করে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
বান্দরবানে পাহাড় কাটার দায়ে আটক ১
Previous Articleবান্দরবানের রুমায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ পাহাড়ি যুবক
Related Posts
Add A Comment
