।। নিজস্ব প্রতিবেদক,২১ জুন ২০২৫।।
বান্দরবানে অনুকুল ঠাকুর আশ্রমে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সৌরভ দে (১৯)। শুক্রবাররাতে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান জেলা শহরের রোয়াংছড়ি বাসষ্ট্যান্ড এলাকায় অনুকুল ঠাকুর আশ্রমে বিদ্যুতের কাজ করা সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয় যুবক। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের নাম সৌরভ দে। সে বালাঘাটা এলাকার রতন দে এর ছেলে। নিহত যুবক পড়ালেখার পাশাপাশি একজন ইলেকট্রিশিয়ানের সহকারী হিসেবে কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নাসের জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে সৌরভ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়ার পর ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বান্দরবানে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
Previous Articleনাইক্ষ্যংছড়িতে ইয়াবা’সহ রোহিঙ্গা আটক
Related Posts
Add A Comment
