।। নিজস্ব প্রতিবেদক, ২৫ জুন ২০২৫।।
নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” স্লোগানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন কার্যালয় থেকে শোভাযাত্রাটি বেড়িয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার প্লেকার্ড হাতে অংশ নেয়। এসময় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বিভিন্ন জাতের ফলজ, বনজ এবং ওষধি গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু তালেব, বান্দরবান পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম, মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা রেজাউল করীম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে জেলা প্রশাসক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “পরিবেশ দূষণ রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে।
বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালিত
Previous Articleচাঁদাবাজির অভিযোগে বান্দরবানে ইউপিডিএফের ৬ সদস্য আটক
Related Posts
Add A Comment
