।। নিজস্ব প্রতিবেদক, ৯ ডিসেম্বর ২০২৫।।
বান্দরবানে পর্যটন ম্পট নীলাচল সড়কের একটি রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল নীলাচল এলাকায় মেঘদুয়ারি রিসোর্টে হানা দিয়ে মালিক বাবু কর্মকার এবং ম্যানেজার মোহাম্মদ অভি’কে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এ ঘটনায় কারা জড়িত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী’সহ সংশ্লিষ্টরা, সোমবাররাতে মালিক ও ম্যানেজার মোটরসাইকেল যোগে বান্দরবান শহরে থেকে নীলাচল সড়কের রিসোর্টে যাওয়ার সময়ে তাদের অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে পড়ে রয়েছে।
অপহৃত রিসোর্টের মালিকের ছোট ভাই রাজু কর্মকার জানান,
অপহরণকারীরা এখনো কোন মুক্তিপণ দাবি করেনি পরিবারের কাছে। বেশ কিছুদিন থেকে রিসোর্টের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি গ্রুপ। আমরা পরিবারের পক্ষ থেকে আমার ভাইকে সুস্থ্য শরীতে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। অপহৃতদের উদ্ধারে কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Previous Articleরুমায় বম যুবকের লাশ উদ্ধার
Next Article জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
Related Posts
Add A Comment
