।। নিজস্ব প্রতিবেদক,১০ জুলাই ২০২৫।।
বান্দরবানে নিখোঁজের তিনদিন পর রেইছাছড়ায় মিললো নিখোঁজ শিশুর লাশ। শিশুটির নাম সত্যজিৎ চাকমা (৪)। সে সদর ইউনিয়নের সিনিয়র রেইছা পাড়ার বাসিন্দা সমিরণ চাকমার ছেলে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রেইছা বাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের নিচে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সদর ইউনিয়নের চেয়ারম্যান অং চাহ্লা মারমা বলেন, গত সোমবার (৭ জুলাই) সকাল থেকেই শিশুটিকে পাওয়া যাচ্ছেনা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় থানায় নিখোঁজ জিডি করা হয়। টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে খালের পানি বেড়ে যাওয়ায় শিশুটি পানির স্রোতে ভেসে গিয়ে মৃত্যুর শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, “শিশুটির নিখোঁজের বিষয়ে দুদিন আগে পরিবার থেকে থানায় জানানো হয়েছিল। বৃহস্পতিবার ভাসমান অবস্থায় রেইছাছড়া থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি স্রোতে ভেসে গিয়ে মারা গেছে।
বান্দরবানে ছড়ায় মিললো নিখোঁজ শিশুর লাশ
Previous Articleবান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামী’র মৃত্যুদণ্ড
Next Article বান্দরবানে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫
Related Posts
Add A Comment
