।। নিজস্ব প্রতিবেদক,২ ডিসেম্বর ২০২৫।।
নানা আয়োজনে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮তম বর্ষপূ্তি উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কার্যালয় চত্বরে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্ভোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লে: হুমায়ুন রশীদ, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সেনা রিজিয়েনর কর্মকর্তা মেজর পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে স্থানীয় রাজারমাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব উইন মং জলি। অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঞাচিং মারমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের আইন বিষয়ক সম্পাদক মংনু মারমা, জেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমা প্রমুখ বক্তব্য রাখেন। চুক্তি বাস্তবায়নের দাবীতে সভায় জেলার বিভিন্ন পাহাড়ী গ্রামগুলো থেকে পাহাড়ি নারী পুরুষেরা অংশ নেয়।
যুগ্ন সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব উইন মং জলি বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবীটা জুম্মজাতীর। পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তালবাহানা বন্ধ করে চুক্তির বাস্তবায়ন করা দরকার। ১৯ শতকের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি কার্যকর রাখা এবং শান্তি চুক্তি অনুযায়ী সাধারণ প্রশাসন, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, উপজাতীয় আইন ও সামাজিক বিচার কার্যাবলীসহ বিভিন্ন খাতের নির্বাহী ক্ষমতা আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরের দাবি জানাচ্ছি।
বান্দরবানে শান্তির পায়রা উড়িয়ে পার্বত্য চুক্তির বর্ষপূ্তি উদযাপন
Previous Articleসার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবীতে বান্দরবানে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের মানববন্ধন
Next Article বান্দরবান রুটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু
Related Posts
Add A Comment