।। নিজস্ব প্রতিবেদক,৩১ ডিসেম্বর ২০২৫।।
বান্দরবানে চিম্বুক সড়কে সিএনজি উল্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: সাগর (২৮)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার চিম্বুক সড়কের বার মাইল এলাকায় সকালে পাহাড়ের উৎপাদিত পেঁপে কেনার উদ্দেশ্যে সিএনজি নিয়ে চিম্বুক দিকে যাচ্ছিল তিন কাঁচামাল ব্যবসায়ী। যাওয়ার পথে গাড়ীটি বারমাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় কাঁচামাল ব্যবসায়ী সাগর।
তারবাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাগরিয়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহেদ পারভেজ জানান, চিম্বুক সড়কে সিএনজি উল্টে গিয়ে সাগর নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো একজন। ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বান্দরবানে সিএনজি উল্টে ব্যবসায়ীর মৃত্যু
Related Posts
Add A Comment
