।। নিজস্ব প্রতিবেদক, ২৯ ডিসেম্বর ২০২৫।।
বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ইসলামি, এনসিপি’সহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেবার শেষদিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি’র কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির এডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এনসিপি চট্টগ্রাম বিভাগীয় তত্বাবধায়ক আবু সাঈদ শাহা সুজাউদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মো: কামরুল আলম’সহ প্রা্র্থীদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিসের তথ্যমতে, এ পর্যস্ত ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করে। ভোটার সংখ্যা হলো ৩ লাখ ১০ হাজার ৩৭ জন। মহিলা ভোটার ১ লাখ ৫১ হাজার ১৭৮ জন এবং ১ লাখ ৫৮ হাজার ৮৫৯ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলতে মনোনয়ন ফরম জমা দেয়া ৫ প্রার্থীকে নির্দেশনা দেয়া হয়েছে। মনোনয়নপত্র বাছাই ৩০শে ডিসেম্বর ২০২৫ থেকে চৌঠা জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিলের তারিখ আগামী ৬ থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত।
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ই জানুয়ারি পর্যন্ত; আপিল নিষ্পত্তি ১২ই জানুয়ারি রোজ সোমবার থেকে ১৮ই জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ২০শে জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১শে জানুয়ারি, ২০২৬। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২শে জানুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলো বিএনপি, জামায়াত, এনসিপি’সহ ৫ প্রার্থী
Previous Articleপুলিশের অভিযানে বান্দরবানে জাল টাকা’সহ ৩ জন গ্রেফতার
Related Posts
Add A Comment
