।। নিজস্ব প্রতিবেদক,৩ সেপ্টেম্বর ২০২৫।।
বান্দরবানে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সাঙ্গু নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান সদরের উজানীপাড়াস্থ সাঙ্গু নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্ধোধন করেন জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরী। এসময় অন্যান্যদের জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মুজিবুর রশীদ, জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবিকুর রহমান জুয়েল, দৌলতুল কবীর খান, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহ-সভাপতি মো: আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ক্ষুধা, দারিদ্র ও বেকার মুক্ত বাংলাদেশ গড়তে কৃষি ও মৎস্য চাষের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শহীদ জিয়ার সেই আদর্শকে ধারণ করে বিশ্ব ঐতিহ্যবাহী সাঙ্গু নদীতে মাছের পোনা অবমুক্ত করা হলো। বিএনপি ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বিএনপির উদ্যোগে বান্দরবানে সাঙ্গু নদীতে মাছের পোনা অবমুক্ত
Previous Articleরুমায় কেএনএ প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান
Related Posts
Add A Comment