।। থানচি প্রতিবেদক,১৯ অক্টোবর ২০২৫।।
বান্দরবানের থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ’সহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
বিজিবি জানায়, জেলার থানচি উপজেলার বলিপাড়া ৩৮ বিজিবি তত্বাবধানে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চলমান রয়েছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে উক্ত টাস্কফোর্স দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমের মাধ্যমে ১৭ অক্টোবর তারিখ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরাকে (৩৩) আটক করা হয়। এসময়
অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রোসহ (৬০) কে আটক করেছে বিজিবি। অভিযানে অ্যামুনিশন- ৩০ রাউন্ড, ১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি মর্টারের গোলার বক্স, ২টি গাদা বন্দুক, ২টি মোবাইল এবং ১টি কৃষি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপসহীনভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিজিবির অভিযানে বান্দরবানে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ’সহ ব্যবসায়ী আটক
Previous Articleবান্দরবানে হিল ম্যারাথন প্রতিযোগিতা
Next Article নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিম গ্রেফতার
Related Posts
Add A Comment
