।। রাঙামাটি প্রতিবেদক,১১ জুন ২০২৫।।
পাচারের সময় রাঙামাটিতে বিলুপ্তপ্রায় একজোড়া ধনেশ পাখি ও একটি টিয়ে পাখি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বনকর্মীরা কাপ্তাই উপজেলা থেকে পাচারের সময় জলবিদ্যুৎ কেন্দ্রের চৌধুরী ছড়া কাঠালতলা এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করে। আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু কাওসার।
সংশ্লিষ্টরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন পাচারকারী পাখিগুলো চট্টগ্রামে পাচার করতে রাঙামাটি জলবিদ্যুৎ কেন্দ্র এলাকায় নিয়ে আসে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক মো. আবু কাওসার। এসময় অন্যদের মধ্যে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি স্টেশন কর্মকর্তা এস. এম. মহিউদ্দিন চৌধুরী, কর্ণফুলী সদর বিট কর্মকর্তা মুনিরুল ইসলাম এবং রেঞ্জ সহায়ক ওসমান গণি উপস্থিত ছিলেন।
অভিযানে প্রায় বিলুপ্ত ২টি পাকড়া ধনেশের বাচ্চা এবং ১টি টিয়ে পাখি উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, ধনেশ পাখি বলতে গেলে প্রায় বিলুপ্ত পাহাড়ে। তবে কাপ্তাই জাতীয় উদ্যানে মাঝে মাঝে কিছু কিছু দেখা যায়। উদ্ধারকৃত পাখিগুলো অসুস্থ অবস্থায় ছিল। প্রাথমিক স্বাস্থ্য সেবার পর পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
রাঙামাটিতে বিলুপ্তপ্রায় ধনেশ পাখি উদ্ধার
Related Posts
Add A Comment
