।। নিজস্ব প্রতিবেদক,৩ সেপ্টেম্বর ২০২৫।।
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং ত্লাং এলাকায় কুকি-চিন ন্যাসনাল আর্মী (কেএনএ বা তথাকথিত বম পার্টির ) প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।
বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনা টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় সশস্ত্র সংগঠনটির ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালায়।
অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এছাড়া সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও কৌশলগত স্থাপনাগুলোও দখল করে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।
রুমায় কেএনএ প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান
Previous Articleলামায় অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের দায়ে ২ জন গ্রেফতার
Related Posts
Add A Comment
