।। নিজস্ব প্রতিবেদক,৯ ডিসেম্বার ২০২৫।।
বান্দরবানের রুমা উপজেলার ময়ূরপাড়া পাহাড়ের জঙ্গল থেকে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম
লালরাম সাং বম (৩৫)। আজ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে বম জনগোষ্ঠীর সংগঠন বম সোশ্যাল কাউন্সিলের (বিএমসি) কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ময়ূরপাড়া পাহাড়ের প্রায় এক কিলোমিটার দূরবর্তী জঙ্গলে লাশটি পড়ে থাকতে দেখতে পায় জুম চাষীরা। স্থানীয়দের মারফতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে সোমবার বিকেল বেলায় । ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়েছে। লাশের শরীরে পচন ধরেছে। পাড়াবাসী লাশটি লালরাম সাং বম এর বলে শনাক্ত করেছে। নিহত ব্যক্তি লালরাম সাং বম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তার বাড়ি রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের মিয়ানমার সীমান্তঘেঁষা চুংসংপাড়া এলাকায়। চুংসংপাড়া থেকে ময়ূরপাড়ার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটারের বেশি হবে দাবী স্থানীয়দর।
ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, লাশের মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দ্দী জানান, পুলিশ প্রায় গলিত লাশটি উদ্ধার করে। শনাক্তের পর চুংসংপাড়ায় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। পরে
ময়নাতদন্ত শেষে লাশটি বম সোশ্যাল কাউন্সিলের নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে কারা জড়িত বিষয়টি এখনো জানা যায়নি।
রুমায় বম যুবকের লাশ উদ্ধার
Previous Articleপার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Next Article বান্দরবানে রিসোর্টের মালিক- ম্যানেজার অপহরণের অভিযোগ
Related Posts
Add A Comment
