।। নিজস্ব প্রতিবেদক,৩১ জুলাই ২০২৫।।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দর্শণীয় পর্যটন স্পট দেবতাখুম তারাছা খালের পানি থেকে স্থানীয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম উবাইচিং মারমা (৪০)।
আজ বৃহস্পতিবার বিকেলে শীলবান্ধা পাড়া এলাকাস্থ তারাছা খালের নিচ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথায় সামান্য আঘাতের দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তথ্যমতে, নিহত যুবক উবাইচিং মারমা পারিবারিক সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলো। বুধবাররাতে পাড়ার বৌদ্ধবিহারে ঘুমাতে গিয়েছিলো, গভীররাতে বৌদ্ধবিহার থেকে উধাও হয়ে যান। সকালে পাড়ার নিচে তারাছা খালে তাঁর লাশটি দেখতে পাওয়া যায়।
এদিকে গতসপ্তাহে ২৫ জুলাই শীলবান্ধা পাড়ায় তারাছা খাল থেকে উথোয়াইশৈ মারমা (১৮) নামে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছিল। স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ পান করা নিয়ে বাকবিতন্ডায় অপর দুই বন্ধু তাঁকে হত্যা করে লাশটি খালের পানিতে ফেলে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে তারাছা খাল থেকে লাশটি উদ্ধার করেছিল পুলিশ।
আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা জানান, বছরখানেক আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে উবাইচিং মারমা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন। তাঁর দুই সন্তান ও বৃদ্ধা মা ছাড়া বাড়িতে কেউ নেই। রাতে কী মনে করে হয়তো খালে গিয়ে পানিতে পড়ে মারা গেছেন। কারোর সঙ্গে তাঁর কোনো বিরোধও ছিলনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, তারাছা খাল থেকে উবাইচিং মারমার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে। সেটি পানির স্রোতে পাথরের সঙ্গে আঘাতে হয়েছে কিনা বলতে পারছিনা। লাশের ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
রোয়াংছড়িতে দেবতাখুম তারাছা খালে যুবকের লাশ উদ্ধার
Related Posts
Add A Comment
