।। রোয়াংছড়ি প্রতিবেদক,১৫ সেপ্টেম্বর ২০২৫।।
বান্দরবানে রোয়াংছড়িতে একজন ইজিবাইক চালক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬)।
রোববার রাত থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের নাটিং ঝিড়ি এলাকার ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) রোববার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তিনি পেশায় ইজিবাইক (টমটম) চালক। স্থানীয়দের দাবী, প্রতিদিনের মতো সারাদিন যাত্রী পরিবহন শেষে রাতে ইজিবাইকটি রোয়াংছড়ি বাসস্টেশনে রেখে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। সকাল থেকে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুটার জের ধরে তাকে অপহরণ বা হত্যা করা হতে পারে। ঘটনাস্থলের রাস্তায় রক্ত এবং টেনে হেঁচড়ে নেয়ার চিহ্ন দেখা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম সাকের আহমেদ জানান, নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি তারাছাখালে ফায়ার সার্ভিসের সদস্যরাও তল্লাশি চালাচ্ছে।
রোয়াংছড়িতে যুবক নিখোঁজ
Previous Articleনাইক্ষ্যংছড়িতে স্ত্রীকে এসিড খাইয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার
Next Article শরতের প্রেম
Related Posts
Add A Comment
