।। লামা প্রতিবেদক, ১ সেপ্টেম্বার ২০২৫।।
বান্দরবানের লামা উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গতরোববার দিবাগত রাত লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় স্বামী গভীর রাত পর্যন্ত খেতখামারে কাজ করার সুযোগে বাড়িতে স্ত্রী’কে একা পেয়ে লম্পটরা অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণ করেছে।
ভুক্তোভোগীর স্বামী অভিযোগ করে বলেন, তিনি রোববার গভীররাত পর্যন্ত বাগানের কাজে খেতখামার বাড়িতে ছিলেন।
ঐ সময়ে বাড়িতে একা থাকার সুযোগে কয়েকজন লম্পট
তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। রাতেই বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছেন।
এ ঘটনায় লামা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত ২ জন যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- রূপসীপাড়া ইউনিয়নের মুসলিম পাড়ার মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ভুক্তভোগী ধর্ষীতা নারী
অসুস্থ হয়ে পড়ায় তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণের সব আলামত সংরক্ষণ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই যুবককে থানা হেফাজাত থেকে আদালতে পাঠানো হবে।
লামায় অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের দায়ে ২ জন গ্রেফতার
Next Article রুমায় কেএনএ প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান
Related Posts
Add A Comment
