।। লামা প্রতিবেদক,২৩ জুলাই ২০২৫।।
বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি ‘ডেঞ্জার হিল রিসোর্টের কটেজ থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন (৪৭)। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি ‘ডেঞ্জার হিল রিসোর্টের ১২নম্বর কটেজ থেকে গলায় ফাস লাগানো অবস্থায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দার আবু তাহেরের ছেলে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকালে দশটার দিকে লামা রিসোর্টে যায়। গত দুইদিন সে রুম ভাড়া নিয়ে রিসোর্টে একটি কটেজে অবস্থান করে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো.রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পায়, পরে তারা বেড়ার ফাকে কটেজের রুমে উঁকি দিলে একটি ঝুলন্ত লাশ দেখতে পায় এবং ম্যানেজারকে অবহিত করলে পুলিশকে বিষয়টি জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে কটেজে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বিস্তারিত পরে জানা যাবে।
Related Posts
Add A Comment