।। নিজস্ব প্রতিবেদক, ৫ আগস্ট ২০২৫।।
বান্দরবানের লামা উপজেলায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত র্যালীতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার। র্যালীটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে লামা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, সদস্য থোয়াইনু অং চৌধুরী, এডভোকেট মোহাম্মদ আলমগীর, মো. আবদুর রব, আবু তাহের মিয়া, মো. সাইফুদ্দিন’সহ বিএনপি’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে বিএনপি, মহিলা দল, কৃষকদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল’সহ অঙ্গ সংগঠেনর হাজারো নেতাকর্মী অংশ নেয়।
কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়োছিলো আজকের এই দিনে। ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন, সেই বীর শহীদের রূহের মাগফেরাত কামনা করছি। ভবিষ্যৎতে এ ধরনের ফ্যাসিবাদের জন্ম যেন বাংলাদেশে আর না হয়, সে দিক আপনাদের লক্ষ রাখতে হবে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।
লামায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন
Previous Articleবান্দরবানে “জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
Related Posts
Add A Comment
