….সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ
নীল আকাশ, সাদা মেঘ,
তোমার চোখে খুঁজে পথ।
কাশের ডগায় হাওয়ার নাচ,
মনে লাগে প্রেমের আঁচ।
শিউলি গন্ধ ভোরের হাওয়া,
তোমায় পেয়ে মন যে পাওয়া।
ধানের ক্ষেতে সোনার ঢেউ,
তোমার হাসি রোদেল ছোঁয়।
শরৎ চাঁদে ডাকে মন,
তুমি আমি এক গোপন।
প্রকৃতি গায় প্রেমের গান,
শরৎ হয়ে সাথি প্রাণ।