।। নিজস্ব প্রতিবেদক,১৫ আগস্ট ২০২৫।।
বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের অন্যতম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ঘিরে ৩ দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৫আগষ্ট সকালে জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে বান্দরবান রাজারমাঠে আর্শিবাদক হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও ধ্বজা উত্তোলন করেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ।
পরে উৎসব অঙ্গনে মঙ্গল প্রজীপ প্রজ্জলন করা হয়। এরপরে শ্রীমদ্ভবগীতা পাঠ করেন ধর্মযাজক অলক দেবনাথ।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহবায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক অলক ধর’সহ বিভিন্ন মন্দিরের সভাপতি,সাধারণ সম্পাদক এবং সনাতনী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, তিনদিনব্যাপী এই মহা মাঙ্গলিক আয়োজনে দুপুরে ও রাতে মহাপ্রসাদ বিতরণ , বিকেলে ধর্মীয় সভা এবং ১৬আগষ্ট ভোরে মহানামযজ্ঞের শুরু এবং জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা ও সবশেষে আগামী ১৭আগষ্ট ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের তিনদিনব্যাপী বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ঘিরে বান্দরবানে ৩ দিনব্যাপী নানা আয়োজন শুরু
Previous Articleবান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই
Related Posts
Add A Comment
