।। নিজস্ব প্রতিবেদক,১৯ ডিসেম্বর ২০২৫।।
বান্দরবানে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং’সহ আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ, এসপি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। আজ শুক্রবার সকালে এগারোটায় বৈষম্য বিরোধী ছাত্রদের একটি মিছিল বের হয়ে পুুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। কর্মসূচিতে যোগ দেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতাকর্মীরাও। কর্মসূচি চলাকালে বান্দরবান সদর থানার সম্মুখের প্রধান সড়কের দুপাশে অসংখ্য গাড়ী আটকা পড়ে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধীদের মামলায় অভিযুক্ত আসামীদের গ্রেফতারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে ছাত্র-জনতা।
ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: আসিফ ইকবাল বলেন, প্রশাসন-আইনশৃংখলা বাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে সাময়িক সরে দাড়ালাম। আগামী ৩৬ ঘন্টার মধ্যে সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং’সহ দোসরদের গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়েছে। কোনো অগ্রগতি না দেখলে আবারও রাজপথে আন্দোলনে নামবে ছাত্র-জনতা।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার বলেন, মামলায় অভিযুক্ত আসামীদের গ্রেফতারের পুলিশের অভিযান চলমান রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে সম্মান রেখেই বলছি পুলিশ কাজ করছে। এটি একটি পর্যটন শহর, শুক্রবারে অসংখ্য ভ্রমণকারী পর্যটকরা বেড়াতে এসেছেন, সড়ক অবরোধে তাদের ভোগান্তিতে পড়ায় কর্মসূচি প্রত্যাহারের আহবানে ছাত্ররা সাড়া দেয়ায় ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।
সাবেক মন্ত্রী বীর বাহাদুর’সহ আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবীতে বান্দরবানে সড়ক অবরোধ, এসপি অফিস ঘেরাও
Related Posts
Add A Comment