।। নিজস্ব প্রতিবেদক,১৯ জুলাই ২০২৫।।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির নেতা সালাহ উদ্দিন’কে নিয়ে কটূক্তি করায় বান্দরবানে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ রোববার (২০ জুলাই) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, সাবেক সভানেত্রী মাম্যাচিং, যুগ্ন আহবায়ক অধ্যাপক মো: ওসমান গনি, মুজিবুর রশীদ, লুসাই মং, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার’সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, তাই বলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাহ উদ্দিন সাহেব’কে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।
জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, সালাউদ্দিন আহমেদ একজন দেশপ্রেমিক ব্যক্ত, যিনি দেশ ও দেশের মানুষের পক্ষে লড়াই করতে গিয়ে স্বৈরশাসক কর্তৃক গুমের স্বীকার হয়েছিল। এমন ব্যক্তির বিরুদ্ধে এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারী কক্সবাজারে পথসভায় যে মনগড়া বানোয়াট ও কুরুচিপুর্ণ বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত। বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছি এবং এমন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ওনার ক্ষমা চাওয়ার দাবী জানাচ্ছি।
সালাহউদ্দিন নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ
Next Article আলীকদমে মজার ছলে বন্দুকে ছোঁড়া গুলিতে পর্যটক নিহত
Related Posts
Add A Comment
