।। নিজস্ব প্রতিবেদক, ১৭ ডিসেম্বর ২০২৫।।
সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে পাহাড়ে বসবাসরত ৩শ অসহায় শীতার্থ পাহাড়ি বাঙ্গালী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে শীতের তীব্রতা বাড়তে থাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে সদর উপজেলার সেনানিবাসের ফুটবল গ্রাউন্ড মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সেনা রিজিয়নের জিএসও টু মেজর পারভেজ রহমান আনুষ্ঠানিকভাবে অসহায় শীতার্থ পরিবারের মাঝে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে মেজর পারভেজ রহমান বলেন, পাহাড়ি জেলা বান্দরবানে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হওয়ায় গরীব ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষজন পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করেন। তাদের পাশে দাঁড়াতেই সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, শুধু নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও সেনাবাহিনী নিয়মিতভাবে দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ ও প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, চিকিৎসা সেবা ও পুনর্বাসন কার্যক্রম সেনাবাহিনীর চলমান মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে শীতবস্ত্র বিতরণ
Related Posts
Add A Comment
