।। রাঙামাটি প্রতিবেদক, ২৪ ফেব্রুয়ারী ২০২৫।।
রাঙামাটি উপজেলার বাঘাইছড়ি উপজেলায় অন্যতম পর্যটন স্পট সাজেক ভ্যালি আগুনে পুড়েছে। দীর্ঘ তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। আজ সোমবার বেলা সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।
স্থানীয়রা জানায়, দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুনে অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট ও মারুয়াতি রেস্টুরেন্ট’সহ আশপাশের কমপক্ষে শতাধিক স্থাপনা পুড়ে গেছে। সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি। খবর পেয়ে রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক জানা যায়নি।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্র জিৎ চাকমা বলেন,বেলা ১টা ৫মিনিটে সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের খবর পান তারা। আগুনে ২০টি কটেজ’সহ বিভিন্ন স্থাপনা সম্পূর্ণ পুড়ে গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, আগুনের কটেজ-রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ অন্তত শতাধিক স্থাপনা পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা।
Previous Articleআগুনে পুড়লো ৪টি বসতঘর
Next Article পাঠকপ্রিয়তা ও দেশবাসীর আস্থা আর্জন করেছে যুগান্তর
Related Posts
Add A Comment
