।। নিজস্ব প্রতিবেদক,২৬ ফেব্রুয়ারী ২০২৫।।
বান্দরবান সদরে কেরানীহাট-বান্দরবান মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী’সহ ২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বান্দরবান-কেরানীহাট সড়কের মনুরটেক এলাকায় চিনি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকের সহকারী শামসুল মিয়া (৩৯)। তারবাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায়। অপরদিকে মহাসড়কের সুয়ালক ইউনিয়নের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে গেলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত দুজন মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেয়া দায়িত্বরত চিকিৎসক একজন’কে মৃত ঘোষণা করে। নিহতের নাম হোসেন মিয়া (৫০)। সে বান্দরবান সদর উপজেলার গোয়ালীয়াখোলা এলাকার মৃত নজির আহম্মদের পুত্র।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। যানবাহন চলাচল দ্রুত স্বাভাবিক করতে
সড়ক থেকে দূর্ঘটনার শিকার যানবাহনগুলো সরিয়ে ফেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বান্দরবান-কেরানিহাট মহাসড়কে দুটি মালবাহী ট্রাক উল্টে ২ জনের মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বান্দরবানে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
Previous Articleবালি উত্তোলন অপরাধে লামায় ৫ জনের দণ্ড
Related Posts
Add A Comment
