।। রাঙামাটি প্রতিবেদক, ২৬ ফেব্রুয়ারী ২০২৫।।
রাঙামাটির অন্যতম দর্শণীয় স্থান সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠী লুসাই ও ত্রিপুরা এবং ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ব্যবসায়ীরা যেন আবার ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয় সেই ব্যবস্থাও করা হবে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সাজেক অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ ক্ষতি অপূরণীয়। তবু দায়িত্ব ও মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো হবে। স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপদেষ্টাকে তাদের ঘরগুলো নির্মাণসহ অন্যান্য সহযোগিতার দাবি জানান। ক্ষতিগ্রস্ত কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ ব্যবসায়ীদের পক্ষ থেকে সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, পানি সংরক্ষণের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণের সুবিধার দাবি জানানো হয়।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘দ্রুততম সময়ে সাজেকে বিশেষায়িত ফায়ার স্টেশন স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করা হবে। কটেজ মালিকরা যাতে করপোরেট লোন পায় তার জন্য অর্থ উপদেষ্টাকে অনুরোধ করা হবে।’ ক্ষতিগ্রস্ত আগুনে পুড়ে যাওয়া স্থানীয় বাসিন্দাদের গৃহ নির্মাণের জন্য প্রতিপরিবারকে ২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দের ঘোষণা দেন তিনি।
এসময় পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা, রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
Previous Articleবান্দরবানে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
Related Posts
Add A Comment
